Monday, March 25, 2019

CAD/CAM এর প্রয়োজনীয়তা

            CAD/CAM এর প্রয়োজনীয়তা


বর্তমানে 'ফাস্ট ফ্যাশন' এর আধুনিক বিবর্তনের ধারাবাহিকতায় কাপড়ের ডিজাইনের সৃজনশীলতার চাহিদার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

 আধুনিক চাহিদাকে অবলম্বন করে এখন সময়কে সাপেক্ষ করে এখন CAD / CAM এর চাহিদার প্রসার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 

Image result for CAD/CAM in textile


এই কাজের দক্ষতা যে সব বিষয়ের গুরূত্ব আরোপ করে :


১. ইফিসিয়েনসি : বর্তমানে গার্মেন্টস প্যাটার্নে ইফিসিয়েন্সি বাড়ানো গার্মেন্টস ফ্যাক্টরির ক্ষেত্রে চাহিদার অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। যে কোন গার্মেন্টস প্যাটার্নের ডিজাইনকে অবলম্বন করে এলাউন্স কমিয়ে যত বেশি ইফিসিয়েন্সি বাড়াতে পারবেন ততই ফ্যাক্টরির কাজের প্রসার বৃদ্ধি পাবে।

আর এই কাজে CAD/CAM এর কাজ সুনিপূণভাবে করার দক্ষতা থাকলে কাজ অনেকটা দ্রত এগিয়ে যায়।


Related image





২. প্যাটার্নের সৃজনশীলতা : যারা গার্মেন্টসের রিসার্চ এন্ড ডেলেলপমেন্ট এ কাজ করে তাদের জন্য CAD/ CAM এর কাজ জানা অত্যাবশ্যক। 







Related image



৩. কাস্টমারের চাহিদা পূরণ : যারা আধুনিক ফ্যাশনের এই রিটেইলারের জগতে আছেন তাদের মার্কেট রিসোর্স এই ট্রেন্ডের উপর টিকে আছে। যারা গার্মেন্টসের প্যাটার্নের ইফিসিয়েন্সি ভালো বোঝেন তারা সঠিক জায়গায় সঠিক দরে গার্মেন্টসের সোর্সিং এর কাজ ভালোভাবে রপ্ত করতে পারবেন ।












সুতরাং , আগামী ভবিষ্যতে ফাস্ট ফ্যাশন জগতে এই কাজের চাহিদা যে বৃদ্ধি পাবে তাতে কোন সন্দেহ নাই।



Image result for cad cam application in garments industry




Center for professional development এই প্রতিষ্ঠানের অধীনে CAD/ CAM এর কাজ ভালো ভাবে শিখানো হয়।








































































































































No comments:

ব্যাবসায় সর্বোচ্চকাঙ্ক্ষার বিন্যাস

                                ব্যাবসায় সর্বোচ্চকাঙ্ক্ষার বিন্যাস দেখুন  আমাদের মধ্যে ভাল কমিনিউটি রয়েছে। এই কমিনিউটিটাকে আমরা বিশাল...